BRAKING NEWS

অগাস্টাওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি ঃ এস পি ত্যাগীকে জেরা সিবিআইয়ের

নয়াদিল্লি, ২ মে (হি.স.): অগাস্টাওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় সোমবার প্রাক্তন সেনা প্রধান এস পি ত্যাগীকে জেরা করল সিবিআই| অভিযোগ, ইতালির সংস্থা অগাস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে চপার কেনার চুক্তি নিশ্চিত করতে শর্ত বদলে দিয়েছিলেন তিনি| এজন্য প্রচুর টাকা ঘুষও নিয়েছিলেন| এই ঘটনায় যোগসাজশের অভিযোগ তাঁর তিন তুতো ভাইকেও জেরা করা হবে|
২০১৩ সালের ১৩ মার্চ এই দুর্নীতি মামলায় ১৩ জনের নামে এফআইআর করে সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| তাতে নাম রয়েছে ত্যাগীরও| সম্প্রতি মিলানের এক আদালত তাঁর বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *