BRAKING NEWS

বাতিল লামডিং-শিলচর পাহাড় লাইনের সাতটি ট্রেন, জলের তোড়ে বিস্তর ক্ষতি রেল ট্র্যাকের

assam mapগুয়াহাটি, ৩০ এপ্রিল, (হি.স.) : ধারা বর্ষণ ও ঘন ঘন ধসে বিপর্যস্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং-বদরপুর পাহাড় সেকশনে ফের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। রেলের এক প্রেসবার্তায় জানানো হয়েছে, ওই রুটে যে সাতটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে (১) ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৫৫৬১৫ নম্বর গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার, (২) ৫৫৬১৬ নম্বর শিলচর-লামডিং ফাস্ট প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। (৩) ১ মে বাতিল করা হয়েছে ২৫৬৫৭ গুয়াহাটি-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। (৪) ২৫৬৫৮ শিলচর-গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল থাকবে ২ মে। (৫) ১৫৬০২ গুয়াহাটি-শিলচর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ৩০ এপ্রিল করা হয়েছে। (৬) ২ মে বাতিল করা হয়েছে ১৫৬০১ শিলচর-গুয়াহাটি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। (৭) তাছাড়া, শিলচর-নিউহাফলং-শিলচর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনও আজ ৩০ এপ্রিল বাতিল করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ঘন ঘন বৃষ্টির ফলে নবনির্মিত সংশ্লিষ্ট পাহাড়ি রেললাইনের বেশ কয়েক জায়গায় বিধ্বস্ত হয়ে গেছে। কোথাও ট্র্যাকের ওপর পাহাড়ের মাটির ধস নামে, কোথাও বা ট্র্যাকের নীচ থেকে মাটি সরে যাচ্ছে। ফলে সে-সব সারাইয়ে কঠিন সমস্যার মুখে পড়েছেন রেলের ইঞ্জিনয়াররা। ওই রুটের ধস-বিধ্বস্ত ফাইডিং এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ হলে হারাঙ্গাজাও স্টেশন ইয়ার্ডের কাছে পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রেল ট্র্যাকের।।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *