BRAKING NEWS

দলের সমর্থনের দোরগোড়ায় এসে হিলারিকে হারানোর হুশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ৩০ এপ্রিল (হি.স.) : আর মাত্র ২৫০ ডেলিগেটের সমর্থন পেলেই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হেবন ডোনাল্ড ট্রাম্প | ট্রাম্পের আশা তা অবশ্যই হবে| এবং হিলারি ক্লিন্টনকে হারিয়ে আগামী মার্কিন প্রেসিডেন্ট হবেন তিনিই| ডেমোক্র‌্যাটদের প্রার্থী হচ্ছেন হিলারিই সেরকমই অনুমান করে ট্রাম্পের এই যুদ্ধ ঘোষণা| এই মুহূর্তে হাজারেরও বেশি ডেলিগেট তাঁর পাশে|
শুক্রবার ক্যালিফর্নিয়ায় সমর্থকদের জয়ায়েতে ৱুক ঠুকে এই কথা জানিয়েছেন রিপালবিকানদের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী| বলেছেন, প্রতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বীদের কুপোকাত করে দিচ্ছি | শুরু হয়েছিল ১৭ জনকে দিয়ে | এখন আছেন মাত্র ৩ জন| কুবের ট্রাম্পের বিশ্বাস এতজনকে ্অনায়াসে প্রাইমারিতে হারিয়েছেন, হিলারির কোনও ব্যাপারই নন| সুতরাং নভেম্বরে নির্বাচনে তাঁর বিপুল জয় হবে| রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের বাকি ২ প্রতিনিধি সেনেটর টেড ক্রুজ এবং ওহায়েওর গভর্নর জন ক্যাসিচ| ডেলিগেটদের সমর্থনের নিরিখে তাঁরা ট্রাম্পের থেকে ঢের পিছিয়ে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *