BRAKING NEWS

মে মাসে মহারাষ্ট্রে আইপিএল নয়, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী মে মাসে আইপিএল-এর কোনও ম্যাচ হবে না খরাক্লিষ্ট মহারাষ্ট্রে| ৱুধবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট| এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে, বেশ কয়েক দশক ধরে গোটা মহারাষ্ট্র জুড়ে জলের তীব্র হাহাকার চলছে| এই অবস্থায় আগামী ১ মে পুণের ম্যাচটি ছাড়া মে মাসে কোনও আইপিএল হবে না মহারাষ্ট্রে| এক্ষেত্রে বম্বে হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত|
মহারাষ্ট্রে আইপিএল ম্যাচ নিয়ে সম্প্রতি বম্বে হাইকোর্ট রায় দিয়েছিল, মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে খরা চলছে| জলের তীব্র সঙ্কট| সেখানে আইপিএল-এর সময় পিচ ভেজানোর জন্য জল নষ্ট করা যাবে না| হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংগঠকরা| তাঁরা জানায়, পিচ ভেজানোর জন্য নর্দমার জলকে পরিশ্রুত করা ব্যবহার করা হবে| এদিন বম্বে হাইকোর্টের রায় বহাল বেখে শীর্ষ আদালত জানাল, ‘আপনারা বলছেন, নর্দমার জল পরিশ্রুত করে পিচে ব্যবহার করবেন| কী ভাবে? আর ম্যাচ দেখতে যে কয়েক লক্ষ ভিন রাজ্য ও দেশের লোক আসবেন, তাঁদের জলের ব্যবস্থা কী ভাবে হবে?’ এরপরই সংগঠকদের দাবি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত| উল্লেখ্য, পুণে ছাড়াও নাগপুর ও মুম্বইয়ে আইপিএল ম্যাচ হওয়ার কথা ছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *