BRAKING NEWS

পেট্রোল পাম্পে ভেজাল ডিজেল, খাদ্য দপ্তরে নালিশ বীরজিৎ সিনহার

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার খয়েরপুর ত্রিনাথ মন্দিরের উল্টো দিকে অবস্থিত পেট্রোল পাম্পে জল ও কেরোসিন মিশ্রিত ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷
আসাম-আগরতলা জাতীয় সড়ক সংলগ্ণ খয়েরপুরে ত্রিনাথ মন্দিরের উল্টোদিকে আসাম ওয়েলের পেট্রোল পাম্প থেকে শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার গাড়িতে ডিজেল ঢোকানো হয়৷ গাড়ি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি দলীয় কাজে মনুর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন৷ ডিজেল ঢোকানোর পর থেকেই বিপত্তি দেখা দেয়৷ কিছুক্ষণ পরপর গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল৷ কোনক্রমে তেলিয়ামুড়ায় পৌঁছে গাড়িটি মেকানিককে দেখানো হয়৷ তখনই তিনি নিশ্চিত হন ডিজেলের সঙ্গে প্রচুর পরিমাণে জল ও কেরোসিন মিশ্রিত রয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বিষয়টি খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব সমরজিৎ ভৌমিককে বিষয়টি জানিয়ে উপযুক্ত ব্যবস্তা গ্রহণের দাবি জানান৷
পেট্রোল পাম্পে এধরনের দুর্নীতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ এব্যাপারে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *