BRAKING NEWS

স্টার্ট আপ ইন্ডিয়ায় সুযোগ অপরিসীম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

modiনয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) :  স্টার্ট আপ ইন্ডিয়া থেকে কৃষকের উন্নয়ন, সেক্স রেশিও বৃদ্ধি থেকে দুর্নীতিরোধ|স্টার্ট আপ ইন্ডিয়ায় সুযোগ অপরিসীম| রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি বলেন, আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া বলতে কেবল তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রসারের ধারণা রয়েছে| কিন্তু কেবল তথ্য-প্রযুক্তি ক্ষেত্র নয়, আরও অনেক ক্ষেত্রে সুযোগ রয়েছে| সুযোগ অপরিসীম|
স্টার্ট আপ ইন্ডিয়ার একটি বড় সুযোগ খাদি হতে পারে বলেও এদিন দাবি জানান নরেন্দ্র মোদী| সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্ধৃতির উল্লেখ করে তিনি বলেন, খাদির মাধ্যমেই ভারত স্বনির্ভর| বর্তমানেও খাদি একটি প্রতীক হতে চলেছে| এর একটি স্বতন্ত্র পরিচয় হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী| তাঁর কথায়, খাদির চাহিদা পূরণ করতে গেলে সরকারি দফতর এবং অন্যান্য ক্ষেত্রে ১৮ লক্ষ মানুষ চাকরি পেতে পারে| তাই খাদির উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নরেন্দ্র মোদী| দেশবাসীর কাছে তাঁর আবেদন, বাপুর স্মৃতিতে প্রতি বছর ৩০ জানুয়ারি খাদির অন্তত একজোড়া কাপড় সকলে যেন আলমারিতে রাখেন|
খাদির পাশাপাশি সোলার চক্রের উপরেও জোর দেন প্রধানমন্ত্রী|
স্বচ্ছ ভারত-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশনায়কদের মূর্তি পরিষ্কার করতে সমস্ত মানুষের নিজে থেকে এগিয়ে আসা উচিত| তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে গভীর যোগ রয়েছে সৌন্দর্যের| আর তা সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়| দেশের মানুষই সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন| স্বচ্ছতা শুধু বহিরঙ্গেই নয়| দুর্নীতিতেও যে স্বচ্ছতা এসেছে তাও জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী|
দেশের ক্রমহ্রাসমান লিঙ্গ বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী| তবে তিনি খুশি এর মাঝেও হরিয়ানায় লিঙ্গ বৈষম্যের হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে| এ জন্য হরিয়ানা সরকারেরও প্রশংসা করেছেন মোদি| রবিবার থেকেই প্রথমবার দেশের সর্বত্র আঞ্চলিক ভাষায় প্রধানমন্ত্রীর মন কি বাত প্রচারিত হবে| আকাশবাণীর সমস্ত স্টেশন থেকে রাত ৮টায় একযোগে এই অনুষ্ঠান প্রচারিত হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *