নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩১ ডিসেম্বর৷৷ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আসাম আগরতলা জাতীয় সড়ক বনধ৷ শিহরণকারি সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে আসামের করিমগঞ্জ জেলার রাধা পেয়ারী এলাকাতে৷ টি আর ০২ডি/১৫৯৪ নম্বরের একটি ওয়েল টেঙ্কার গাড়ী নিয়ন্ত্রণ হাড়িয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের একটি দোকান ঘরে ডুকে যায়৷ তখন রাত প্রায় ১১টা৷ দোকান ঘরে শুয়ে থাকা দোকান মালিক রাজেশ পাল (৫০) নামের ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু ঘটে৷ এই দূর্ঘটনায় অজয় পাল (৩৫) নামের অপর এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ বর্তমানে আহত অজয় করিমগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধিন৷ এই শিহরনকারি পথ দূর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর স্থানীয় রাধা পেয়ারীর জনগন গতকাল রাত ১১টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেন৷ ক্রমশ পথ দূর্ঘটনার চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থালে করিমগঞ্জ জেলা আধিকারিক ও করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও আসাম আগরতলা জাতীয় সড়ক স্থলতে ব্যর্থ হন৷ অপরদিকে টেঙ্কার গাড়ীটির চালক দূর্ঘটনা সংগটিত করে ঘটনাস্থল থেএক পালিয়েছে৷ তবে করিমগঞ্জ পুলিশ সূত্রে খবর ঐ ওয়েল টেঙ্কারটি ত্রিপুরার উত্তরজেলার এবং চালকও উত্তর জেলার বাসিন্ধা৷ বর্তমানে দূর্ঘটনাগ্রস্থ টেঙ্কারটি করিমগঞ্জ থানাতে রয়েছে৷ এদিকে বুধবার রাত ১১টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়াতে যাত্রীবাহী লড়ি ও পন্যবাহী হাজারো লড়ি আসাম ও ত্রিপুরা রাজ্যে আটকা পড়ে৷ চরম দূভোর্গ পুহাতে হয় পথ যাত্রী ওচালকদের৷ অবশেষে করিমগঞ্জ জেলা প্রশাসনের তৎপরতা ও আশ্বাসে আজ সন্ধ্যা ৫৩০ মিনিট স্থানীয় জনগন ও পথ অবরোধ পত্যাহার করলে রাজ্যে ও বহিরাজ্য আসামের মধ্যে থান চলাচল স্বাভাবিক হয়৷ তবে ত্রিপুরা পুলিশের কোন অধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি৷ রাজ্যবাসীর অভিযোগ যেহেতু ত্রিপুরার যোগাযোগের একমাত্র ভরসা ৪৪নং জাতীয় সড়ক৷ আর এই সড়ক বুধবার রাত ও বৃহস্পতিবার দিন বন্ধ থাকার পরও কেন শিতঘুমে ছিল ত্রিপুরার পুলিশ প্রশাসন প্রশ্ণ উঠছে৷
2016-01-01