নিখোঁজ কিশোরীকে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় জঙ্গলে উদ্ধার তিন দিন পর

rape cartonনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ৷৷ ফের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অধীন উত্তর মহারানীপুর এলাকায়৷ জানা গিয়েছে, ঐ এলাকার এক কিশোরী তার বান্ধবীর সাথে তিন দিন আগে বিকালে বাড়ির কাছেই ঘুরাফেরা করছিল৷ সন্ধ্যা ঘনিয়ে আসতেই দুই বান্ধবী নিজ নিজ বাড়ির দিকে যায়৷ কিন্ত একজন বাড়িতে পৌঁছেনি৷ বাড়ির লোকজন এদিক ওদিক খোঁজ করে তার কোন হদিশ পায়নি৷ উদ্বিগ্ণ অভিভাবকরা মুঙ্গিয়াকামী থানায় গিয়ে বিষয়টি জানান এবং মেয়েটির নিখোঁজ হওয়া সংক্রান্ত নিখোঁজ ডায়রি করতে চান৷ কিন্তু পুলিশ তাদের অভিযোগ নথিভুক্ত করতে রাজী হয়নি বলে অভিযোগ৷ দুইতিন যাবৎ মেয়েটির কোন হদিশ নেই৷ অভিভাবকরা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেও কোন সন্ধান পায়নি৷ মেয়েটির বাবা শনিবার দুপুরে বাড়ির পাশেই জঙ্গলে যান খোঁজ নিতে৷ সেখানে গিয়ে দেখতে পান মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জ্ঞান ফিরলে মেয়েটি জানায় তাকে ধর্ষণ করা হয়েছে৷ ধর্ষকের নাম ধামও জানিয়েছে ঐ কিশোরী৷ এই ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত যুবকের নাম সন্তোষ দেববর্মা৷ বাড়ি নবোজয় পাড়াতে৷ এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাসী চালিয়েছে৷ ওসি অজয় দেববর্মা জানিয়েছেন অভিযুক্ত যুবক পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷