ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। খেতাবি দখলের লড়াইয়ে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে খেলবে নং ১ গুয়াচাঁদ হাই স্কুল। আগামীকাল হবে ফাইনাল ম্যাচ। সাব্রুম স্কুল মাঠে। সাব্রুম মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। মঙ্গলবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে নং ১ গুয়াচাঁদ হাই স্কুল২৬১ রানের বড় ব্যবধানে পরাজিত করে মনু স্কুলকে। বিজয়ী দলের ইমন ত্রিপুরা ১৫৬ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নং ১ গুয়াচাঁদ হাই স্কুল নির্ধারিত ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশাল ৩৪১ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয় ওপেনার ইমন ত্রিপুরা। আসরের প্রতি ম্যাচেই ব্যাট হাতে সফল ওই ওপেনারটি। এদিন ম্যাচের শুরু থেকেই ২২ গজে রুদ্রমূর্তি ধারন করে সে। বিপক্ষের কোনও বোলারকে সমীহ না করে বল অনবরত সীমানার বাইরে পাঠাতে থাকে। মাত্র ৯৭ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৬ রান করে ইমন। এছাড়া দলের পক্ষে হৃদয় সাহা ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯, ত্রিশান নাথ ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, রাজীব দেবনাথ ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, দলনায়ক সুরজ দাস ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং সমিত আইচ ৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪০ রান। মনু স্কুলের পক্ষে শুভজিৎ সাহা (৩/৬৪) এবং প্রসেনজিৎ দে (২/৪০) সফল বোলার। জবাবে কেলতে নেমে ৮০ রানে গুটিয়ে যায় মনু স্কুল। দলের পক্ষে নিলয় দে ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং চয়ন দত্ত ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। নং ১ গাওচঁান্দ হাই স্কুলের পক্ষে আকাশ দেবনাথ (২/৩), রাজীব দেবনাথ (২/১২) এবং চন্দন দেবনাথ (২/২২) সফল বোলার।
2023-02-28