মেলাঘরে শাসকদলের গ্রাম প্রধানকে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ফেব্রুয়ারী৷৷ মেলাঘরে আক্রান্ত শাসকদলের গ্রাম প্রধান৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  শনিবার মেলাঘরে সুব্রত দেব নামে ৪০ বছরের বিজেপি প্রধানকে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ৷ তিন থেকে চার জন সিপিআইএম কর্মী মিলে আক্রমণ চালায় বলে অভিযোগ৷ বর্তমানে সুব্রত দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ প্রধান  সুব্রত দেব অভিযোগ করেন মেলাঘর বাজারে দাঁড়িয়েছিলেন৷  সেই সময়  তিন থেকে চারজন সিপিআইএম কর্মী তাকে মারধর করে৷ মাথায় আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন বিজেপির প্রধান সুব্রত দেব৷ পরে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বিজেপি প্রধানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়৷ বর্তমানে সুব্রত দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বিজেপির প্রধান সুব্রত দেব জানান এই আক্রমণের পর স্থানীয় বিজেপি কার্যকর্তারা তিন থেকে চার জন সিপিআইএমের কর্মীদের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করেন৷  নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷