বিজেপির প্রচার সজ্জা নষ্টের অভিযোগে বাগমায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ শাসক দল বিজেপির প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ নিয়ে গোমতী জেলার উদয়পুর এর ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর ব্রিজের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শাসক দল বিজেপির কর্মী সমর্থকরা৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে রাজনগর এলাকায় শাসক দল বিজেপি ফ্লেগ ফেস্টুন ফেলে দেয় দুষৃকতিরা৷ বিজেপি নেতৃত্বদের অভিযোগ এটা সিপিআইএম এবং কংগ্রেসের কাজ৷ আর তাই এই অভিযোগ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শাসক দলের কর্মীরা৷ বিজেপি কর্মীরা জানান এই ঘটনা নিয়ে উদয়পুর মহকুমা  পুলিশ আধিকারিককে অবগত করলেও মহকুমা পুলিশ আধিকারিক দোষীদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে কোন সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি৷ তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে বসে পড়লেন বিজেপি কর্মীরা৷ অতি সত্বর দোষীদের চিহ্ণিত করে শাস্তি প্রদান করার দাবি জানান তারা৷ এই পথ অবরোধের ফলে দুদিকে অনেক ছোট বড় গাড়ি আটকে পড়ে৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ ছেড়ে দেন বিজেপি কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *