ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। শতদলকে হারিয়ে জুটমিল জয়ী। যদিও নিয়ম রক্ষার ম্যাচ। টি সি এ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ এ’র লীগ পর্যায়ের শেষ দিনের খেলায় জুট মিল প্লে সেন্টার ৯১ রানের ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করেছে। এটাই জুটমিল প্লে সেন্টারের আত্মতৃপ্তি, যে জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে। অপরদিকে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে এবারের মতো মরশুম সম্পন্ন করতে পেরেছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে জুট মিল প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৮ ওভার খেলে ১৬৬ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে আকাশ সরকারের অপরাজিত ৯১ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। শতদলের অঙ্কিত দাস ৫৯ রানে চারটি এবং স্বর্ণাভ সাহা ৩০ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে শতদল সংঘের ছেলেরা তেমন ব্যাটিং নৈপূণ্য দেখাতে পারেনি। ২৩.২ ওভার খেলে ৭৫ রানেই ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে নয়ন মিয়া সর্বাধিক ২৮ রান পেয়েছিল। এছাড়া, অঙ্কিত দাস পেয়েছে ২৭ রান। জুটমিল প্লে সেন্টারের প্রাণজিত দে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতিও পেয়েছে।
2023-02-01