নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় বাজেটকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন কংগ্রেস, সপা এবং আরজেডি নেতারা। বিরোধী নেতারা বলেন, মোদী সরকার অতীতেও এই ধরনের ঘোষণা করেছে, কিন্তু সাধারণ মানুষ তাতে লাভবান হয়নি।
কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি ভেনুগোপাল বলেন, বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। এতে মূল্যস্ফীতি কমানো এবং ক্রমবর্ধমান বেকারত্ব রোধ করার কিছু নেই। এবারের বাজেটে শুধু আকর্ষণীয় ঘোষণা করা হয়েছে। মোদী সরকার এর আগেও এই ধরনের ঘোষণা করেছে কিন্তু সাধারণ মানুষ এর সুফল পায়নি।
আরজেডি-র রাজ্যসভার সদস্য মনোজ ঝা বলেন, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কর্মসংস্থান নিয়ে গোল গোল আলোচনা করেছেন, কিন্তু যুবক, কৃষক ইত্যাদির জন্য কিছুই নেই। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বাজেটে কিছু জিনিস ভাল তবে মনরেগার কোনও উল্লেখ করা হয়নি। শ্রমিকদের জন্য সরকার কী করতে যাচ্ছে তা বলা উচিত ছিল। বেকারত্ব, মূল্যস্ফীতির কথাও এ বাজেটে বলা হয়নি।
সপা সাংসদ ডিম্পল যাদব বলেন, এটি সম্পূর্ণ নির্বাচনী বাজেট। এতে কৃষকদের কিছু নেই। কৃষকরা বাজেটে কিছু পাবেন বলে আশা করলেও হতাশ হয়েছেন। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি গ্রামে বাস করলেও বাজেটে তাদের জন্য কিছুই নেই।