সাংবাদিক ও আলোকচিত্রী নিগ্রহের ঘটনায় তোপ দিলীপ ঘোষের

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : সাংবাদিক ও আলোকচিত্রী নিগ্রহের ঘটনায় তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের কাছে তাঁর স্পষ্ট কথা, “পরিস্থিতি ৩৬৫-র দিকেই যাচ্ছে।” অর্থাৎ রাষ্ট্রপতি শাসন নিয়ে সোজাসাপ্টা মন্তব্য দিলীপবাবুর।

দিলীপ ঘোষ বলেন, “সাহস তো ওরা প্রথম থেকেই পেয়ে এসেছে। ওদের গায়ে তো কেউ হাত দিতে পারে না। পুলিশ তো গায়ে হাত দেয় না। এতদিন ধরে যে দুর্নীতি চলছে, তা নির্ভয়ে চলছে। এর আগেও রিপোর্টারদের পেটানো হয়েছে। এবারেও দেখলাম। আমার মনে হয় সংবাদমাধ্যমই একমাত্র এই দুর্নীতিগুলোকে তুলে ধরছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সেটা তো ওদের জন্য ভাল নয়, তাই ওরা প্রচারমাধ্যমকে আক্রমণ করছে।

দিলীপ ঘোষ বলেন, “আসলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যা যা আছে, তৃণমূল চিরকালই তা অস্বীকার করে। সত্যি তুলে ধরছে বলে এখন মিডিয়া ওদের কাছে শত্রু হয়ে গিয়েছে। একই সঙ্গে বাংলায় যে কী চলছে তা বাংলার সরকারও জানে না। বিচিত্র পরিস্থিতি এখন। সরকারের হাতে টাকা নেই। প্রশাসন চলছে না। বেতন, ডিএ, পেনশন দিতে পারছে না। স্বভাবতই সরকার ব্যাকফুটে। ডামাডোল চলছে। যে যা ইচ্ছা করছে, সামলানোর কেউ নেই। সাধারণ মানুষের জীবন কোনও ব্যতিব্যস্ত হয়ে উঠছে।”

প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারিতে একের পর এক নাম উঠে আসছে। গোপাল দলপতি ও কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল নলহাটির তৃণমূল নেতা বিভাস অধিকারীর নাম। বিভাসের বক্তব্য, এখন তিনি সক্রিয় রাজনীতি করেন না। যদিও ইতিমধ্যেই ইডির নজরে তিনি। একখানা ফ্ল্যাটও সিল করে দিয়েছে। সেই বিভাসের নলহাটির ঠিকানায় যেতেই সোমবার টিভি চ্যানেলের সাংবাদিক ও আলোকচিত্রীর উপর হামলা চালান জনা পঞ্চাশেক লোক। গাড়ির চালকের থেকে চাবি ছিনিয়ে নেওয়া হয়। দুই প্রতিনিধিকে রাস্তায় ফেলে চলে বেধড়ক মার। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *