সর্বদলীয় সভায় শান্তি রক্ষার শপথ পাঠ করালেন বিশালগড় মহকুমা শাসক

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি(হি.স.): ভোট গণনার পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে সমস্ত রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আজ সবদলীয় অনুষ্ঠিত সভায় বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস এমনটাই দাবি করলেন। এদিন সভায় ভোট গণনার উপর বিস্তারিত আলোচনা হয়েছে।

ত্রিপুরা বিধানসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং সহিংসতা মুক্ত করতে নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অঙ্গ হিসাবে আজ সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে এক সর্বদলীয় শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি সভায় সভাপতিত্ব করেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।

মহকুমা শাসক শ্ৰী দাস বলেন,ভোট গণনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ২ মার্চ ভোট গণনার দিন ড্রাই-ডে ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাউন্টিং এজেন্টরা ভোট গণনা হলে প্রবেশ করবেন। এদিন তিনি সভায় জানান, ভোট গণনা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হবে।এদিন তিনি দাবি করেন,অহিংসা ও শান্তির পক্ষে আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিসত্তা আয়োজনে নির্বাচন কমিশনের উদ্যোগের উপর সকল দলের প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভোট গণনা পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।এদিন সভায় সকলে শান্তি রক্ষায় শপথ পাঠ করেন। সভা শেষে সকলে একসঙ্গে মিলে পায়রা এবং বেলুন উড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *