আপডেট…প্ৰায় এক কোটি টকার ড্রাগস বাজেয়াপ্ত হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ড্ৰাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত। এবার পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২০৯ গ্ৰাম হেরোইন এবং ১০টি সাবানের কেস। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বাজারমূল্য এক কোটি টাকার বেশি হবে বলে ধারণা করছে পুলিশ।

হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানান, জেলা পুলিশের একটি বিশেষ দল লালা থানার অৰ্ন্তগত বাঙালপুরে অভিযান চালিয়ে আজ রবিবার বিকাল ৩.৩০ মিনিট নাগাদ বাজেয়াপ্ত করেছে মাদকদ্রব্য হেরোইনগুলি। মিজোরাম থেকে এনে হাইলাকান্দিতে ড্ৰাগসগুলি বিক্ৰি করতে আসছিল। কিন্তু পুলিশের তালাশি অভিযান চলছে খবর পেয়ে হেরোইনগুলি ফেলে পালিয়ে গা ঢাকা দিয়েছে মাদক কারবারিরা।