নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ আগরতলা থেকে ধর্মনগর গামী রেলের নিচে কাটা পরে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির৷ ঘটনা শনিবার সন্ধ্যায় রাজধানী লাগোয়া ইচাবাজার রেল ক্রসিং-এর সামনে৷
আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ দাস জানান এইদিন সন্ধ্যায় আগরতলা জিআরপি থানায় সংবাদ যায় ইচাবাজার রেল ক্রসিং-এর সামনে এক ব্যক্তি রেলের নিচে কাটা পড়েছে৷ সেই সংবাদের ভিত্তিতে ওনারা ঘটনাস্থলে ছুটে যান৷ কিন্তু মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ পরবর্তী সময় পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়৷
2023-02-25

