ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃরাজ্য বসবাসের উপরে ছাত্র-ছাত্রীদের অভিজ্ঞতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেন৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় একাত্ম্য যাত্রা এর অঙ্গ হিসেবে এদিনকার এই আলোচনা সভার আয়োজন৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যার্থীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়৷ এর উদ্দেশ্য একটাই দেশকে জানতে হবে৷ ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রাজ্যে ভ্রমণের মধ্য দিয়ে সেই সমস্ত রাজ্যের ভাষা, সংসৃকতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সহ বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা উপলব্ধি করতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *