গরু বোঝাই গাড়ি খাদে ,আহত দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ গবাদি পশু বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়৷ ঘটনাটি ঘটে  মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ আসাম-আগরতলা জাতীয় সড়কে৷ এই যান দুর্ঘটনায় আহত দুই জন৷ জানা যায়, একটি বুলেরো ট্রাক গরু বোঝাই করে আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে কুমারঘাট থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ এলাকায়  আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷  জাতীয় সড়কের পার্শবর্তী খাদে পড়ে যায় গাড়িটি৷  দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় গাড়িতে থাকা গাড়ির চালক ও সহ চালক৷ সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায়৷ আহত গাড়ির চালক ও সহ চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ বর্তমানে আহত জালাল মিয়া ও রাকেশ হোসেন-র চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *