ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। কলকাতায় জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার পদকজয়ী দুই জিমন্যাস্ট সহ দলের খেলোয়াড়দের মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এন এস আর সি সি’র জিমনেসিয়াম হল-এ এই অনুষ্ঠানে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার কর্মকর্তা ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় রাজ্যদল পদক জয় করে। পায় একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত আসরের মেয়েদের বিভাগে রাজ্যদলের শ্রীপর্ণা দেবনাথ ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ ও মৌনালি কর ভল্টিং টেবিলে রৌপ্য পদক পায়।
2023-02-21

