BRAKING NEWS

মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপ : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত

বেরহা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত। মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে সোমবার আগে ব্যাট করে ভারত ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে । ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৪ রান তোলে আয়ারল্যান্ড । এই অবস্থায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় । আয়ারল্যান্ডের স্কোর অনুযায়ী ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে জিতে যায় ভারত।

মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত । এদিন আয়ারল্যান্ডের প্রথম স্বীকার শেফালি বর্মা। ২৯ বলে ২৪ রান করে ডেলানির বলে অ্যামি হান্টারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি । এরপর আউট হন তিন নম্বরে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। নিজের ১৫০তম ম্যাচে ২০ বলে ১৩ রান করে ডেলনির বলে আউট হন তিনি । এরমধ্যেই ছক্কা মেরে নিজের পঞ্চাশ সম্পূর্ণ করেন স্মৃতি মান্ধনা । চলতি বিশ্বকাপে এটি স্মৃতির দ্বিতীয় অর্ধশতরান। শেষ পর্যন্ত বড় শট মারতে গিয়ে ৮৭ রানেই আউট হলেন স্মৃতি। ৯টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি । হরমনপ্রীতের পরেই আউট হলেন রিচা ঘোষ। বড় শট মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন রিচা। লউরা ডেলনির বলে আউট হন তিনি। স্মৃতি আউট হওয়ার পরেই আউট হলেন দীপ্তি। অর্লার বলে ডেম্পসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দীপ্তি। ১৯.৪ ওভারে ১৫০ টপকায় ভারত। দীপ্তি-স্মৃতি আউট হওয়ার পরে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পুজা-জেমিমা । ইনিংসের শেষ বলে স্টাম্প আউট হলেন জেমিমা। ১২ বলে ১৯ রান করে আউট হন তিনি। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে ভারতের মেয়েরা । লউরা ডেলনি একাই তিনটি উইকেট নেন, অর্লা প্রেন্ডারগাস্ট নেন দুটি ও অর্লিন কেলি একটি উইকেট দখল করেন ।

এদিন ভারতের দেওয়া ১৫৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় আয়ার্ল্যান্ড । নতুন বল হাতে ফের একবার ভারতের হয়ে শুরুটা দুরন্তভাবে করলেন রেণুকা সিং। প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন তিনি। ইনিংসের প্রথম বলেই অ্যামি হান্টার ১ রানে রান আউট হন। এরপর ওর্লা প্রেন্ডারজাস্টকে শূন্য রানে আউট করেন রেণুকা। তবে এর পর ঘুরে দাঁড়ায় তারা । পাঁচ ওভার শেষে আর কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে আয়ারল্যান্ড । বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ রয়েছে। ৮.২ ওভার শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ৫৪/২। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী আইরিশরা বর্তমানে পাঁচ রানে পিছিয়ে রয়েছে। আর খেলা শুরু করা না গেলে জিতে যাবে ভারত । সেই সঙ্গে সেমিফাইনালের টিকিট পাকা করল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *