ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। রেটিং দাবা প্রতিযোগিতা শুরু ৯ এপ্রিল থেকে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। খেলা হবে এন এস আর সি সি-র দাবা হল ঘরে। আসরের প্রাইজমানি ৩৩ হাজার টাকা। আসরের সেরা দাবাড়ু ট্রফি সহ পাবে প্রাইজ মানি ৫ হাজার টাকা। ত্রিপুরার বাইরে থেকে কোনও দাবাড়ু এই রেটিং দাবা আসরে অংশ নেবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৬ এপ্রিলের মধ্যে ২৫০ টা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে রাজ্য দাবা সংস্থা থেকে জানানো হয়েছে।
2023-02-20

