আমবাসায় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট উদ্বোধনী ম্যাচে বি.কে নগর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। আমবাসায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বি.কে নগর স্পোর্টস দুর্দান্ত জয় পেয়েছে যুবসমাজ ক্লাবকে হারিয়ে। খেলা ছিল দশমী ঘাট গ্রাউন্ডে। উদ্যোক্তা আমবাসা ক্রিকেট এসোসিয়েশন। পাঁচ দলীয় লীগের প্রথম ম্যাচে বি.কে নগর স্পোর্টস ১১৫ রানের ব্যবধানে যুব সমাজ ক্লাবকে পরাজিত করে। সকালে ম্যাচ শুরুতে টসে জিতে বি.কে নগর স্পোর্টস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রসেনজিৎ চক্রবর্তীর ৮০ রান, উত্তম দেবনাথের ৫৬ রান এবং দীপঙ্কর দেবনাথের অপরাজিত ৩১ রান উল্লেখযোগ্য। প্রসেনজিৎ ১১২ বল খেলে ১১ টি বাউন্ডারি মেরে ৮০ রান পায়। উত্তম ৫৬ রান পেয়েছে ৬৩ বল খেলে নটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। যুবসমাজ ক্লাবের দীপক দেব, শুভ দাস, নিশান সেন, প্রিয়তোষ বিশ্বাস ও দেবাংশু দেব প্রত্যেক একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে যুব সমাজ ক্লাব ২৪.৫ ওভার খেলে ১১৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অতিরিক্ত খাতে ৪৯ রান পেলেও ব্যক্তিগত কেউ তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। বি.কে নগর স্পোর্টস-এর উত্তম দেবনাথ ও রাজবীর সিং দুটি করে এবং দীপঙ্কর দেবনাথ ও প্রসেনজিৎ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছে। যুব সমাজের চার জন রান আউট হলে দল অনেকটা পিছিয়ে দেয়। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে বিজয়ী দলের প্রসেনজিৎ চক্রবর্তী প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।