BRAKING NEWS

কৃষক ও দলিত-সহ সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই বিজেপির লক্ষ্য : জে পি নাড্ডা

উদুপি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক, দলিত, যুব সমাজ, মহিলা, উপজাতীয় মানুষ এবং সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। আমরা মানুষের জীবনে পরিবর্তন নিশ্চিত করছি। বললেন বিজেপির সর্বভারতীয় সভা জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার কর্ণাটকের উদুপি জেলার একটি জনসমাবেশে নাড্ডা বলেছেন, অন্যান্য সংশ্লিষ্ট উন্নয়নের সঙ্গেই কৃষি ও মৎস্য সেক্টরকেও শক্তিশালী করা হচ্ছে।

নাড্ডা বলেছেন, কর্ণাটক বিদেশী বিনিয়োগের জন্য এক নম্বর গন্তব্যে পরিণত হয়েছে। আইটি রফতানি থেকে শুরু করে প্রতিরক্ষা বিমান তৈরিতে কর্ণাটকের অবদান ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে দুর্দান্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার কর্ণাটককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে। কৃষকের কথাই হোক, নারীর ক্ষমতায়নের কথাই হোক, দলিত অথবা আদিবাসী ভাই-বোনের কথাই হোক, যুবকদের নিয়েই হোক, আমরা প্রতিটি বিভাগের জন্য কাজ করেছি।
নাড্ডা আরও বলেছেন, মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশবাসীকে কোভিড-এর বিরুদ্ধে ডাবল ডোজ, বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র তাঁর দূরদৃষ্টি এবং মিশনের কারণেই আমরা সবাই এখানে মাস্ক না পরে আনন্দে দাঁড়িয়ে আছি। তিনি আমাদের ”সুরক্ষা কবচ” দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *