BRAKING NEWS

নির্বাচনোত্তর সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার না করলে শান্তি ফিরবে না : সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার না করে শুধুমাত্র শান্তি মিটিং করলে শান্তি ফিরবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কংগ্রেস নেতার সাথে রায় বর্মন৷ তিনি রবিবার বিশালগড় ও কমলা সাগর এলাকায় গিয়ে গত ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন রাতে আক্রান্ত পরিবার গুলির খোঁজখবর নেন৷ সন্ত্রাসের ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি৷ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বলেন,,মানুষ পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না৷ সারা রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে শাসকদলের একাংশ সন্ত্রাসীর পরিচয় দিয়ে চলছে৷ বিজেপির একাংশ নেতৃত্বকে সমাজবিরোধী নেশা কারবারি এবং সন্ত্রাসী বলে তিনি আখ্যায়িত করেছেন৷ যারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করে চলেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন নেতারা সিকিউরিটি পেয়ে যাবে কিন্তু যারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে তাদের কিন্তু সিকিউরিটি থাকবে না৷ তাদেরকে সাবধান করে দিয়ে সুদীপবাবু বলেন জনুরুষ যেভাবে সৃষ্টি হচ্ছে তাতে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন৷ কংগ্রেস নেতা আরো বলেন আমরা আইন হাতে তুলে নেব না৷ যারা মানুষের জীবন সম্পত্তি নষ্ট করছে ,লুটপাট করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক৷ তিনি বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে নিরীহ মানুষদেরকে গ্রেফতার ও হয়রানি করার চেষ্টা হচ্ছে৷ বিজেপি এই রাজ্যে  জঙ্গলের রাজত্বের নিদর্শন তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন৷  মানুষের অর্থনীতির উপর যখন আঘাত আসে তখন মানুষ  বাকরুদ্ধ হয়ে যায়৷ প্রশাসন এই পরিস্থিতিতে শান্তি বৈঠক আহ্বান করায় এ ধরনের শান্তি বৈঠকেরও কঠোর সমালোচনা করেছেন সুদীপবাবু৷ তিনি বলেন অপরাধীদের গ্রেপ্তার না করলে শান্তি বিঘ্নিত করবে তারাই৷ শান্তি বৈঠক করে কোন লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন৷ এদিন এলাকা সফরকালে সুদে প্রায় বর্মন বলেন, মানুষ গত ৫ বছরের যথেষ্ট অপমান অত্যাচার সহ্য করেছে৷ আর দশ দিন! সব হিসেব হবে! বিশালগড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিতে গিয়ে এভাবেই মন্তব্য করলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷ তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, সময় আসছে সব হিসেব হবে৷ এ ধরনের সন্ত্রাস থেকে বের হয়ে আসতে আহ্বান জানান সুদীপ রায় বর্মন৷ তিনি বলেন ভোটে বিজেপি কারচুপি করতে পারেনি৷  হুইলিয়া জারি করার পরেও মানুষ গিয়ে ভোট দিয়েছে৷ আরো বলেন ,ইভিএম পাল্টে নেবে বলে মনোবল শক্ত করার চেষ্টা করেছিল বিজেপি৷কিন্তু করতে পারেনি৷ ইভিএম স্ট্রং রুমে রয়েছে৷ মানুষ গত ৫ বছরের যথেষ্ট অপমান  নির্যাতন অত্যাচার সহ্য করেছে৷ আর দশ দিন! এভাবেই সতর্ক করে দিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷ এদিন সুদীপ রায় বর্মন ক্ষতিগ্রস্ত কংগ্রেস এবং বামফ্রন্ট পরিবার গুলির পাশে থাকারও আশ্বাস দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *