BRAKING NEWS

বায়ুর সংস্পর্শে ফাটল শিবরাত্রির পু‌জোয় নি‌বে‌দিত না‌রি‌কেল, কৌতূহ‌লি ভক্ত‌দের ভিড় করিমগঞ্জের আদমটিলা ম‌ন্দি‌রে

পাথারকান্দি (অসম), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির আদম‌টিলা শিবম‌ন্দি‌রে মহাশিবরাত্রি উপল‌ক্ষ্যে ভক্তদের নি‌বে‌দিত নারিকেল বাতা‌সের স্পৰ্শে ফেটে যাচ্ছে। ঘটনাকে অলৌকিক বিশ্বাসে গত দু‌দিন ধ‌রে শিবভক্তদের ভিড় উপচে পড়েছে ম‌ন্দি‌রে।

ভক্তরা জানান, প্রতি বছরের মতো প্রাচীন এই মন্দিরে এবারও শিবরাত্রি উপল‌ক্ষ্যে অজস্র ভক্তের ঢল না‌মে। শিবঠাকু্‌রের না‌মে উৎসর্গ করা হয়েছিল বল্ক-বি‌হীন না‌রি‌কেল। এই সব নারিকেল বাতাসের সংস্পর্শে এসে ফেটে যা‌চ্ছে। ত‌বে এ ধরনের অলৌকিক ঘটনা নতুন নয়। এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, প্রায় আড়াই থেকে ৩০০ বছর পুরনো এই ম‌ন্দি‌রে গত প্রায় কু‌ড়ি বছর আগে পু‌জো দি‌তে এসেছিলেন এক বৃদ্ধা। তিনি না‌রি‌কেল নিবেদন করেছিলেন শিবের পুজোয়। সেই নারিকেলও নিজে থে‌কে ফেটে গিয়েছিল। ঘটনা‌টি সেদিন সর্ব‌ত্র ছড়িয়ে যায়। সেই থেকে প্রতি বছরই শিবচতুর্দশী তিথিতে এখা‌নে মহাদেবের পুজোর্চনা চ‌লে আস‌ছে। এর পর ওই শিবমন্দিরে নানা সময নানা অলৌকিক ঘটনা ঘটেছে।

এত বছর অতিক্রান্ত হওয়ার পরও আজও মন্দিরের পরিকাঠামোর কোনও প‌রিবর্তন হয়নি। বটবৃ‌ক্ষের ছায়াত‌লে অবস্থিত ম‌ন্দির‌টি আজও স্বম‌হিমায় এলাকার ভক্ত‌দের কা‌ছে সমাদৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *