হাইলাকান্দি (অসম), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে রাজ্য পুলিশের অভিযান তীব্র গতিতে চলছে। এবার হাইলাকান্দি জেলার অন্তর্গত অসম-মিজোরাম সীমান্তবর্তী জামিরায় পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্ৰায় এক কোটি টাকার হেরোইন।
জানা গেছে, এমএল ১১ ২৫৮৫ নম্বরের একটি অল্টো গাড়িতে তালাশি চালিয়ে ১.৩৩৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছেন রামনাথপুর থানার পুলিশ কর্মীরা। অল্টোটি মিজোরাম থেকে আসছিল বলে জানিয়েছেন রামনাথপুর থানার ওসি।
মিজোরাম থেকে একটি অল্টো কারে করে মাদক হেরোইন হাইলাকান্দির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে গোপন সূত্ৰে খবর পেয়ে অসম-মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর পুলিশ জামিরায় নাকা পয়েন্ট গড়ে তুলেছিল। নাকা পয়েন্টের খবর পেয়ে হেরোইন পাচারকারী অল্টো গাড়িটি অন্য এক পথ ধরেছিল। সে খবরও পুলিশের কাছে পৌঁছে যায়। খবরের ভিত্তিতে অল্টো সহ ১.৩৩৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে রামনাথপুর পুলিশ। তবে হেরোইন পাচারের সঙ্গে জড়িত কাউকে পুলিশ ধরতে পারেনি। কারণ, পুলিশি অভিযানের খবর পেয়ে মাঝপথে গাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক।