করিমগঞ্জে সুষ্ঠুভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে নোডাল অফিসার ও কন্ট্রোলরুম কর্মীদের দায়িত্ব প্রদান

করিমগঞ্জ (অসম) ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় আসাম হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বছরের পরীক্ষা এবং আগামী ৩ মার্চ থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষা করিমগঞ্জ জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের নির্দেশে বিদ্যালয়সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তি যোগে নোডাল অফিসার নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন। এর দায়িত্বে রয়েছেন করিমগঞ্জের সমগ্র শিক্ষা অভিযানের জেলা প্রোগ্রাম অফিসার ও করিমগঞ্জের সেবা রিজিওনাল অফিসের মেম্বার সেক্রেটারি ড. কেএইচ সঞ্জীব কুমার সিং (যোগাযোগের নম্বর ৯৪৩৫৫৮৮৯৪২)। পাশাপাশি বিজ্ঞপ্তিতে কন্ট্রোলরুমের দায়িত্ব স্কুলসমূহের পরিদর্শকের কার্যালয়ের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেবাশিস দে (নম্বর ৯৪০১১৩০৫৬০) এবং আরএমএসএ ও সেবা রিজিওনাল অফিসের ইডিপি প্রিথুরঞ্জন নাথকে (নম্বর ৯৪৩৫১৭৫৪৮০) প্রদান করা হয়েছে।