ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। আগামী ১৯ মার্চ থেকে গোয়া-তে মনোহর পারিক্কর ইন্ডোর স্টেডিয়ামে সারা ভারত মাস্টার্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ৩৫ ও ততোর্ধ্ব বয়স ভিত্তিক এই চ্যাম্পিয়নশিপে পৃথক পৃথক সাতটি গ্রুপে প্রতিযোগিতা হবে। ত্রিপুরা থেকে এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইচ্ছুক মাস্টার্স ব্যাডমিন্টন খেলোয়াড়দের ২১ ফেব্রুয়ারি সকাল ন’টায় আগরতলায় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের পক্ষ থেকে সচিব সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2023-02-18