দুর্গাপুর সিটি সেন্টারে আগুন

দুর্গাপুর (বর্ধমান), ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : দুর্গাপুর সিটি সেন্টারে একটি রেস্তোরাঁয় হঠাৎ আগুন লাগে। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। শহরের কেন্দ্রস্থলে রেস্তোরাঁর রান্নাঘর থেকে স্থানীয়রা প্রথমে ধোঁয়া দেখতে পান। কালো ধোঁয়ায় ভরে গেছে পুরো এলাকা। এই শহরের কেন্দ্রের উপরের তলায় অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এই রেস্টুরেন্টের পাশে একটি বাইকের শোরুমও রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকলেও এই বহুতল কমপ্লেক্সের ফায়ার ফাইটিং সিস্টেম এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গাপুর সিটি সেন্টারে একটি হোটেল, বেশ কয়েকটি রেস্তোরাঁ, মদের দোকান, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক, বাইকের শোরুম এবং বেশ কয়েকটি এটিএম কাউন্টার রয়েছে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।

এই বহুতল ভবনের মালিক কবি দত্ত ঘটনার বিষয়ে জানান, রেস্তোরাঁর রান্নাঘরে বসানো পাখা থেকে আগুনের সূত্রপাত হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।