নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ আবারও অ্যাম্বুলেন্সে জন্ম নিল শিশু৷ কাঞ্চনপুর হাসপাতাল থেকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসার পথে চামটিলা এলাকায় অ্যাম্বুলেন্সে সুস্থ সফল শিশুর ভূমিষ্ঠ করেন স্টাফ নার্স দেবুদেবনাথ৷ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে৷ চিকিৎসকের অভাব থাকায় গর্ভবতী মহিলাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে ১০২ অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রেফার করা হয়৷ বৃহস্পতিবার গর্ভবতী এক মহিলাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে দক্ষ চিকিৎসকের অভাবে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷ ধর্মনগর নিয়ে যাওয়ার পথে চামটিলা এলাকায় গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে অ্যাম্বুলেন্সে থাকা স্টাফ নার্স গর্ভবতী মহিলাকে প্রসব করাতে বাধ্য হন৷ শিশুর জন্ম হয় ১০২ এম্বুলেন্সে৷ এভাবেই ১০২ এম্বুলেন্সের দায়িত্বে থাকা স্টাফ নার্স দেবু দেবনাথের হাতে এখন পর্যন্ত বেশ কয়েকটি শিশুর জন্ম হয়৷ শিশুসহ মা সম্পূর্ণ সুস্থ রয়েছে৷৷
2023-02-17