BRAKING NEWS

গুজরাট : বিজেপি বিধায়ক হার্দিক প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আহমেদাবাদ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : আহমেদাবাদ জেলার ভিরামগাম আসনের বিজেপি বিধায়ক তথা পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সুরেন্দ্রনগর জেলার ধানগড়া আদালত। আদালত আচরণবিধি লঙ্ঘনের জন্য প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

পাতিদার আন্দোলনের সময় অনুমতি ছাড়াই সভা করেছিলেন হার্দিক প্যাটেল। এই ঘটনায় হার্দিক প্যাটেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধানগড়া তহসিল পুলিশ। এ মামলায় তার অব্যাহতভাবে আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সম্প্রতি হার্দিক জামনগর আদালত থেকে স্বস্তির খবর পেয়েছেন, যেখানে তিনি মামলায় খালাস পেয়েছেন।
২০১৭ বিধানসভা নির্বাচনের সময় হার্দিক প্যাটেলের সভা অনুষ্ঠিত হয়েছিল ধ্রাংধরার হরিপার গ্রামে। অনুমতি ছাড়াই আয়োজিত এই সভায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

হার্দিক প্যাটেলকে ধ্রাংধরা আদালতে মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছিল, কিন্তু তিনি অনেকবার হাজির হননি, যার কারণে আদালত এখন হার্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *