হাফলং (অসম), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) সংক্ষেপে পিএমএওয়াই-এর অধীনে ডিমা হাসাও জেলায় সুবিধাভোগীদের হাতে প্রথম কিস্তির অনুমোদন পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ডিমা হাসাও জেলার পাঁচটি উন্নয়ন খণ্ডের মোট ২ হাজার ৫৬১ জন সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র অধীনে প্রথম কিস্তির অনুমোদন পত্র তুলে দেন অনুষ্ঠানের প্ৰধান অতিথি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন গ্রামোন্নয়ন দফতরের কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেন।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিকল্পনা পর্ষদের উপাধ্যক্ষ ধনপাইনন থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, পার্বত্য পরিষদের ডেপুটি সেক্রেটারি তথা জেলা গ্রমোন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত প্রকল্প অধিকর্তা মেঘঞ্জয় থাওসেন প্রমুখ।