আরসিবিতে স্মৃতি-রিচাদের পরামর্শদাতা পদে সানিয়া মির্জা

বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-র মহিলা ক্রিকেট দলের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা। চলতি মাসেই দুবাই ওপেন খেলে টেনিস থেকে অবসর নেবেন তিনি। তারপরই ওই পদে যোগ দেবেন সানিয়া। আরসিবি-র তরফে এই খবর জানানো হয়েছে। সানিয়া বলেছেন, ‘প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম। তবে এখন বেশ উত্তেজিত। আমি ছোট মেয়েদের বোঝাতেই চাই, খেলাধুলোকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়।’

টেনিস তারকার বক্তব্য, ‘দীর্ঘ ২০ বছর টেনিস খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আশা করি, তা দিয়ে ওদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারব এবং আত্মবিশ্বাস তৈরি করতে পারব।’ আগামী প্রজন্মকে স্বপ্নপূরণের পাঠ দেওয়ার পাশাপাশি প্রত্যাশার চাপ সামলানোর টিপসও দেবেন সানিয়া। প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা ক্রিকেট দলে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষের মতো তারকারা রয়েছেন।