ধুবড়ি (অসম), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তৰ্গত ফকিরগঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে প্ৰধানমন্ত্ৰী খাদ্য সুরক্ষা যোজনার বিনামূল্যের চার চাল পাচারকারী। চালগুলি পাচারের সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে যযথাক্রমে ফকিরগঞ্জ থানা এলাকার বাউসকাটা গ্রামের আলি হুসেন আহমেদেরছেলে আমির হুসেন (২৩), একই গ্রামের তায়েব আলির ছেলে হামিদুল ইসলাম (১৯) এবং বেলডুবি গ্রামের নুর হুসেন মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৮)-কে। ধৃত আরেকজন লক্ষ্মীপুর থানাধান বন্নাগুড়ি গ্রামের আব্দুল হামেদের ছেলে জহিরুল ইসলাম (২৭) বলে পরিচয় পাওয়া গেছে।
ধৃতদের হেফাজত থেকে পুলিশের অভিযানকারী দল ৫০ ব্যাগ প্ৰধানমন্ত্ৰী খাদ্য সুরক্ষা যোজনার চাল বাজেয়াপ্ত করেছে। পুলিশের তদন্তকারী অফিসার জানান, এরা দীৰ্ঘদিন ধরে সমবায় সমিতির চাল কম দামে কিনে কালোবাজারে বিক্ৰি করছিল।
ধৃত চার চাল চোরকে আজ ধুবড়ি বিচারবিভাগীয় আদালতে পেশ করে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন।

