BRAKING NEWS

এবারের নির্বাচনে বাম, কংগ্রেস ত্রিপুরা থেকে ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এবারের বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস ত্রিপুরা থেকে ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বে ত্রিপুরা সহ উত্তরপূর্বের অন্যান্য রাজ্যগুলি অল্পসময়ের মধ্যে হারানো গৌরব পুনরুদ্ধার করতে পেরেছে। অন্ধকার অতীতের ইতিহাস থেকে বেরিয়ে এসেছে ত্রিপুরা। বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অসমের সাংসদ সর্বানন্দ সনোয়াল।

আজ রবিবার হেজামারা বাজার এবং বরজালা স্কুলের মাঠে বিজেপি-প্রার্থীদের সমর্থন আদায় করতে আয়োজিত সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি ত্রিপুরায় কংগ্রেস এবং বাম দলগুলির কয়েক দশকের দুঃশাসন তুলে ধরে বিরোধী দলগুলির উপর প্রবল হামলা চালিয়েছেন।

কানায় কানায় মাঠ ভরতি বিশাল জনসমাবেশ দুটিতে সর্বানন্দ বলেন, ‘ত্রিপুরা কংগ্রেস এবং বাম দলগুলির দুঃশাসনের অন্ধকার দিনগুলি প্রত্যক্ষ করেছে, যা আমাদের সুন্দর উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের স্বল্পোন্নত অঞ্চলগুলির মধ্যে একটি হিসাবে পরিণত করেছিল৷ কয়েক দশকের অর্থনৈতিক অবক্ষয়, সামাজিক বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক গুরুত্বহীনতা কাটিয়ে ওঠা একটি বিশাল কাজ ছিল বিজেপি সরকারের। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গতিশীল নেতৃত্বে বিজেপি সরকার এই অঞ্চলে অবিরাম উন্নয়নের সাথে উত্তরপূর্বকে বিকশিত অঞ্চল হিসেবে রূপান্তরিত করার এই চ্যালেঞ্জ গ্রহণ করায় ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে।’

সৰ্বানন্দ বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ত্রিপুরায় হিরা মডেলে উন্নয়ন হচ্ছে। পরিবহণ, স্বাস্থ্য, কৃষি ও কৃষক, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে প্রগতির সঙ্গে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা উন্মোচিত হয়েছে ত্রিপুরা। ত্রিপুরা আজ রূপান্তরিত৷ তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জবরদস্ত সফল হবে। ত্রিপুরা থেকে কংগ্রেস এবং বাম দলগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে।

তফশিলি উপজাতি সংরক্ষিত সিমনা আসনে বিজেপির বিনোদ দেববর্মার পক্ষে হেজামারা বাজারে বিজয় সংকল্প সমাবেশে প্ৰত্যন্ত অঞ্চলের জনজাতিদের উদ্দেশ্য করে সনোয়াল বলেন, ‘বিজেপি সর্বদা উপজাতীয় সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীয়দের মতামতকে সম্মান করে। আদিবাসী সমাজের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আদিবাসীদের কল্যাণে প্রথম মন্ত্রক গঠন করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজি। নরেন্দ্র মোদী সরকারের অধীনে এই বিশ্বাসটি যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার উদাহরণ এ বছরের বাজেট। এ বছরের বাজেটে দেশের আদিবাসীদের উদ্বেগ দূর করার জন্য মোটা অঙ্কের এক লক্ষ টাকা বরাদ্দ করে রেকর্ড গড়েছেন মোদীজি।’

কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকার জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে। বিজেপির প্রতি আপনারা ভালোবাসা, আস্থা ও বিশ্বাস ফেরানোর সিদ্ধান্ত নেওয়ায় অগ্রগতির এই যাত্রা অবিরাম চলতে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *