BRAKING NEWS

শান্তির বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী সি পি আই এম ও কংগ্রেসের

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে প্রচারে গিয়ে, দলীয় কার্যালয় খুলতে গিয়ে ও বিভিন্ন কর্মসূচীতে গিয়ে প্রতি নিয়নত আক্রান্ত হচ্ছে সি পি আই এম ও কংগ্রেস সমর্থীত কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ। এরই মধ্যে শনিবার শান্তির বাজার সি পি আই পার্টি অফিসে গিয়ে ও শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে সি পি আই এম কর্মীরা। এই অভিযোগের ভিত্তিতে প্রসাশনকে সুষ্ঠভাবে কাজ করার জন্য এবং ঘটনার সাথে জরিতদের আটক করে দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে রবিবার শান্তির বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী পালন করলো সি পি আই এম ও কংগ্রেস কর্মীসমর্থকরা।

সি পি আই এম কর্মীসমর্থকরা সন্ত্রাস দমনে প্রসাশনকে কাজ করার জন্য আবেদন জানান। পরবর্তী সময় শান্তির বাজার থানা থেকে সি পি আই এম কর্মী সমর্থকদের আশস্ত করায় সকলে থানা থেকে ফিরে আসে। থানায় বিক্ষোভ কর্মসূচী শেষে শান্তির বাজার শহরের বিভিন্ন জায়গায় সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াংকে সঙ্গে নিয়ে অনুষ্ঠীত করা হয় জনসংযোগ কর্মসূচী। আজকের এই কর্মসূচীর মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়নে ও গনতন্ত্র পুনরোদ্ধারের লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে সি পি আই মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানানো হয়। এই কর্মসূচীতে উপস্থিত সি পি আই এম ও কংগ্রেস কর্মীসমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *