আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি. স. ): কেরলে কুস্তি ত্রিপুরায় দোস্তি। সিপিএম ও কংগ্রেস গরিবের চাঁদা লুট করার জন্য ত্রিপুরায় একসাথে লড়াই করবে বলে ঠিক করেছে।জনগণ এই দুইধারী তলোয়ার থেকে সাবধান থাকবেন। শনিবার গোমতী জেলায় উদয়পুরে বিজেপির বিজয় সংকল্প জনসভায় অংশ গ্রহণ করে সিপিএম ও কংগ্রেসকে নিশানা করেন এভাবেই বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে তিনি যোগ করেন ,জণগনের এক একটি ভোট বিনাশকারী শক্তি থেকে ত্রিপুরাকে বাঁচাতে সাহায্য করবে।
তিনি বলেন, হেলিকপ্টার থেকে জনসভা স্থলে আসার পথে রাস্তার দুই ধারে শত শত মানুষের সমাগম থেকে বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। আজ রেকর্ড সংখ্যক জনসমাবেশে বিরোধী দলের ঘুম কেড়ে নেবে। এদিন তিনি আরও বলেন, সিপিএম এর শাসনকালে ত্রিপুরাবাসি অন্ধকারে জীবন যাপন করতেন। আর এখন বিজেপি সরকারের আমলে ত্রিপুরার প্রতিবেশী দেশ বাংলাদেশকে বিজলি প্রদান করছে ।তিনি ত্রিপুরাবাসীকে মনে করিয়ে দিয়ে বলে, গত পাঁচ বছর আগে সিপিএমের সরকার গরিবের রেশন লুট করে নিতেন যার ফলে বামপন্থী সরকারকে ত্রিপুরা থেকে সরিয়ে দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দিল্লিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য টাকা পাঠালে বামপন্থী সরকার ত্রিপুরার গরীবকে ঘর দিতেন না। তেমনি, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষ ঘর দেওয়া হচ্ছে এবং আগামী দিনে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের ঘর দেওয়া হবে বলে প্রত্যয়ের সুরে বলেন।
তিনি আরও বলেন, বিজেপি সরকার গরিবের সরকার। বিজেপি সরকারের সংকল্প পত্রে আদিবাসী সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে জোর দিয়েছেন। কারণ, ৯ বছর আগে দিল্লিতে যখন কংগ্রেস এবং সিপিএম একসাথে সরকার চলছিল তখন আদিবাসীদের জন্য ২৫ হাজার টাকার বাজেট পেশ করতে। তেমনি ডবল ইঞ্জিন সরকারের আমলে ১ লক্ষ কোটির থেকেও বেশি আদিবাসীদের সুযোগসুবিধা স্বার্থে কাজ করা হবে। তাই, যে কোনও রাজ্যের নির্বাচনে আদিবাসীদের ভোট অধিক লক্ষ করা গেছে। অতীতেও কংগ্রেস এবং সিপিএম–এর সরকার আদিবাসীদের কল্যাণে কাজ করেননি, ভবিষ্যাতে ও করবে না বলে দাবি করেন তিনি।
সেইসঙ্গে তিনি আরও বলেন, কেরলে কুস্তি ত্রিপুরায় দোস্তি করছে সিপিএম ও কংগ্রেস। তাঁরা গরিবের চাঁদা লুট করার জন্য ত্রিপুরায় একসাথে লড়াই করবে বলে ঠিক করেছে। তিনি জনগণের কাছে আহ্বান করেন, এই দুইধারী তলোয়ার থেকে সাবধান থাকবেন। কারণ, সিপিএম ও কংগ্রেস এত বছর গুন্ডামি,কুশাসন করে রাজত্ব করেছে। তাঁদের রাজত্ত্ব কালে এত বছরে ত্রিপুরায় উন্নয়ন হয়নি। তাঁদের আর সুযোগ দেবেন না বলে আবেদন করেন।
তিনি জনগণের কাছে আবেদন করেন, বিজেপি সরকারের কাছে তাঁদের এক একটি ভোট অমূল্য। এই অমূল্য ভোট বিনাশকারী শক্তি থেকে ত্রিপুরাকে বাঁচাতে সাহায্য করবে। তাই তিনি আগামী দিনে ত্রিপুরার উন্নয়নের জন্য বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার আবেদন জানিয়েছে নরেন্দ্র মোদী।

