বিক্রম, শ্রীদামের দুরন্ত ব্যাটিং সত্বেও রাজস্থানে পরাস্ত ত্রিপুরা

রাজস্থান- ৩৭১, ১৩৫/০

ত্রিপুরা- ১৯০, ৩১৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। শেষ রক্ষা হলো না ত্রিপুরার। রাজস্থানের কাছেও সেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে পুরো পয়েন্ট খুইয়ে ফিরতে হচ্ছে। প্রথম ইনিংসে দুর্বল ব্যাটিংয়ের মোক্ষম খেসারত দিতে হয়েছে ত্রিপুরা দলকে। বিক্রম কুমার দাসের ১২৪ রান এবং শ্রীদাম পালের ৯৪ রানের ইনিংস কাজে আসেনি। ব্যক্তিগত রানের খতিয়ান বেড়েছে তা ঠিক, তবে বাংলা, মধ্যপ্রদেশের পর রাজস্থানের কাছেও ত্রিপুরাকে হার স্বীকার করতে হয়েছে। অনূর্ধ্ব ২৫ কর্নেল সি.কে নাইডু ট্রফি ক্রিকেটে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। রাজস্থানের প্রথম ইনিংসে গড়া ৩৭১ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস ১৯০ রানে শেষ হওয়াটাই কাল হয়েছে। ফলোঅনে ত্রিপুরা খেলতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে এক উইকেটে ১৫২ রানে থেমেছিল। আজ, মঙ্গলবার অন্তিম দিনে প্রত্যাশা ছিল ত্রিপুরার ব্যাটার্সরা দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে দিনভর টিকে থেকে ম্যাচটা অন্ততপক্ষে ড্র-তে শেষ করবে। চেষ্টার ত্রুটি থাকে নি। বিক্রমের ১২৪ রান এবং শ্রীদামের ৯৪ রানের পাশাপাশি পল্লবের ৪৩ রান দলকে অনেকটা এগিয়ে দিলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। রাজ্য দলের পেছনটা অনেকটা তাসের ঘরের মতন গুড়িয়ে যায়। বিক্রম ১৫০ বলে ১২৪ রান সংগ্রহ করে দলীয় ২৩২ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলে, শ্রীদামের প্রয়াস নজর কাড়লেও শেষ পর্যন্ত ৩১৪ রানে ত্রিপুরার দ্বিতীয় ইনিংস শেষ হয়। দিনের শেষ পর্যায়ে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থান অনেকটা কর্তৃত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছে। অধিনায়ক আনসুল গাড়োয়াল এবং করন লাম্বার ওপেনিং জুটি দলকে জয় এনে দেয়। করন ৮২ রানে এবং আনসুল ৪৩ রানে অপরাজিত থেকে ২৩.৩ ওভার খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ত্রিপুরার কোনও বোলার আনসুল-করন জুটিতে কোনও ফাটল ধরাতে পারেনি। দশ উইকেটে জয় পায় রাজস্থান। উল্লেখ্য, ত্রিপুরা দলের ৭ম তথা লীগের অন্তিম ম্যাচ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। খেলা ১২ ফেব্রুয়ারি থেকে এমবিবি স্টেডিয়ামে।