BRAKING NEWS

(আপডেট) : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৯০০

আঙ্কারা ও ইস্তানবুল, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে উপর্যুপরি কেঁপেই চলেছে তুরস্ক ও সিরিয়া। সোমবার ভোরে অনুভূত হয়েছে ৭.৮ তীব্রতার ভূকম্পন। ভূকম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কে, গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৩ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৭.৯ কিলোমিটার গভীরে। এর কিছুক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয় মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। প্রথমে ৭.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় ভোর ৪.১৭ মিনিট নাগাদ, এরপর প্রায় ১৫ মিনিট পর ৬.৭ তীব্রতার ভূমিকম্প অনুভুত হয়।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৯০০ জনের, আহতের সংখ্যা ৩ হাজারেরও বেশি ও অজস্র বহুতল ভেঙে পড়েছে। যে সময় ভূমিকম্প অনুভূত হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন, তাই হতাহতের সংখ্যা এতটা বেশি। তীব্র ভূকম্পনের ফলে বাড়ি-ঘর ভেঙে পড়েছে। সরকারি সূত্রের খবর, ৭.৮ তীব্রতার ভূমিকম্পে তুরস্কে মৃত্যু হয়েছে ১২৬৫ জনের বেশি মানুষের ও আহত হয়েছেন ২,৩০০ জন। সিরিয়ায় মৃতের সংখ্যা ৬২৬ ও ৭০০-র বেশি মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তুরস্কের ১০টি শহরে ১,৭০০-র বেশি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে রয়েছে গাজিয়ানটেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস। প্রাণঘাতী ভূমিকম্পের পর হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সিরিয়ার আলেপ্পো প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে। এদিকে, সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায় ৭.৬ মাত্রার আরেকটি নতুন ভূমিকম্প আঘাত হেনেছে। নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠেছে দামেস্ক, লাতাকিয়া সিরিয়ার এই সমস্ত প্রদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *