নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসাত্মক কার্যকলাপ বাড়ছে৷ নির্বাচন কমিশন ও আরক্ষা প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে ভোট পর্ব অবাধ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেও তাদেরকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নানা স্থানে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ রাজনৈতিক দলগুলির বুথ অফিস পুড়িয়ে দেওয়া,হামলা ,ভাঙচুর এবং নেতাকর্মী সমর্থকদের উপর হামলা-হুজ্জতি ও প্রাণনাশের হুমকির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে কিনা তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ গতকাল রাতেও বাধারঘাট বিধানসভা এলাকার হঠাৎ বাজার এলাকায় বাম- কংগ্রেসের বুথ অফিস ভাংচুর ও কর্মীদের উপর আক্রমণের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়৷ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের হঠাৎ বাজার এলাকায় বাম- কংগ্রেসের বুথ অফিস ভাংচুর ও কর্মীদের উপর আক্রমণের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়৷ সোমবার খবর পেয়ে হঠাৎ বাজার ছুটে যান ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস —র সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জণ সরকার৷ তিনি অভিযোগ করেন রবিবার রাতে এই তান্ডব চালায় দুষৃকতীরা৷ সিপিএম কর্মী অজিত দাসের বাড়িতে আক্রমণ চালানো হয়৷ এরপর হঠাৎ বাজার এসে বুথ অফিস ভাংচুর করে৷ সাজসজ্জা নষ্ট করে৷ ফেলে দেওয়া হয় দলীয় পতাকা৷ এরপর বাম কর্মী প্রদীপ দাসকে বেধড়ক মারধোর করা হয়৷ এই ঘটনায় আমতলি থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ এই ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী মীনারানী সরকার৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷