নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যের সাথে দেখা করে বামফ্রন্ট ও কংগ্রেস দলের এক প্রতিনিধি দল৷ নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যের সাথে দেখা করে বামফ্রন্ট ও কংগ্রেস দলের এক প্রতিনিধি দল৷ নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে সাক্ষাৎ করার পর সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জিরো পোল ভাইওলেন্সের উদ্যোগ গ্রহণ করেছে৷ তার পাশাপাশি আরও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু শাসক দল কোন কিছু মানতে নারাজ৷ কিছু কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে৷ মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বাস দিয়েছেন আগামিদিনে এই ধরনের ঘটনা ঘটবে না৷ প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন, জরিতা লাইটপ্লাং বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা৷