BRAKING NEWS

রাজ্য সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেট ফাইনালে আজ মোহনপুর-সাব্রুম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। আগামী মরশুমে প্লেট গ্রুপ থেকে কোন্ মহকুমা এলিট গ্রুপে খেলার ছাড়পত্র পাবে তা নির্ধারন আগামীকাল। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হবে মোহনপুর মহকুমা এবং সাব্রুম মহকুমা। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মূলতঃ লড়াই হবে দুই স্পিনারের মধ্যেই। সাব্রুম তাকিয়ে থাকবে মতি ত্রিপুরার দিকে, অপরদিকে মোহনপুর তাকিয়ে থাকবে সুভাষ চক্রবর্তীর দিকে। ওই দুজনের ভেলকির উপরই নির্ভর করবে কোন মহকুমা খেতাব জয় করবে। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবে মোহনপুর মাঠে নামলেও বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সাব্রুমের ক্রিকেটাররা। প্রায় ৬ বছর পর এলিটে খেলার সুযোগ সাব্রুম মহকুমার ক্রিকেটারদের সামনে। ওই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রণজিৎ দেববর্মা-‌রা। এদিন বিকেলে উদয়পুরের কে বি আই মাঠে অনুশীলন সেরে নেন সাব্রুমের ক্রিকেটাররা। মহকুমা ছাড়ার আগে সংস্থার সচিব বিজয় গন চৌধুরি দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন। এলিটে খেলার সুযোগ যাতে কোনও ভাবেই হাতছাড়া না হয় এর পরামর্শ দেন। পাশাপাশি সকলকেই নিজেদের সেরা খেলাটা মাঠে নিংড়ে দেওয়ার উপদেশ দেন। জানা গেছে, ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার জন্য সচিব ঘোষনা দেন, চ্যাম্পিয়ন হয়ে মহকুমায় ফিরলেই গোটা দলকে সংবর্ধনা দেওয়া হবে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JAGARAN TRIPURA

FREE
VIEW