BRAKING NEWS

প্রতি মিনিটে ২৫ হাজার টিকিটিং ক্ষমতা ২.২৫ লাখে উন্নীত করা রেলওয়ের পরিকল্পনা: অশ্বিনী বৈষ্ণো

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ ই-টিকিটিংয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে রেলের। শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো একথা জানিয়ে বলেন, রেলওয়ে তার টিকিট প্রদানের ক্ষমতা প্রতি মিনিটে ২৫ হাজার থেকে ২.২৫ লাখে এবং তদন্ত প্রতি মিনিট ৪০ হাজার থেকে চার লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এদিন রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বৈষ্ণো সাধারণ বাজেটে রেলের বরাদ্দ এবং নতুন আর্থিক বছরের লক্ষ্যমাত্রা সম্পর্কে তথ্য জানান। বৈষ্ণো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর রেলওয়েতে ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা এ যাবতকালের সর্বোচ্চ। তিনি বলেন, এতে রেলের পরিকাঠামোর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে।
বৈষ্ণো আরও বলেন, ভারতীয় রেলওয়ে বিশ্বের প্রথম এমন রেল পরিষেবা হতে চলেছে যার ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা আধুনিক ৫জি যোগাযোগ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে। শুধু তাই নয়, রেলওয়ে তাদের যাত্রী সংরক্ষণ ব্যবস্থার ক্ষমতাও এ বছর দশ গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। তিনি বলেন, আমরা যাত্রী সংরক্ষণ ব্যবস্থার ব্যাক-এন্ড অবকাঠামো উন্নত করার পরিকল্পনা করছি। বর্তমানে টিকিটের ক্ষমতা প্রতি মিনিটে প্রায় ২৫,০০০ টিকিট। একে প্রতি মিনিটে ২.২৫ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি আরও বলেন, তদন্ত কাউন্টারের ক্ষমতা প্রতি মিনিটে ৪০ হাজার থেকে বাড়িয়ে প্রতি মিনিটে চার লাখ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *