নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : আদানি ইস্যুতে বিরোধীদের ব্যাপক হট্টগোলের কারণে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লোকসভার কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে হৈচৈ শুরু করে। এর পরে প্রথমে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়, পরে হট্টগোলের কারণে সোমবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।
একই সময়ে, রাজ্যসভায় বিরোধীদের হট্টগোল অব্যাহত থাকায় প্রথমে কার্যবিবরণী দুপুর আড়াইটা পর্যন্ত মুলতবি করা হয়, পরে আবারও হট্টগোলের পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ১১টা পর্যন্ত রাজ্যসভা মুলতবি করা হয়। আদানি গোষ্ঠী এবং চিনের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে অবিলম্বে আলোচনার দাবিতে আজ বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা সংসদের উভয় কক্ষে মুলতবি নোটিশ জমা দিয়েছেন।
বিরোধী কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেছেন, মোদী সরকার আদানি কেলেঙ্কারিতে জেপিসির দাবিতে বিরোধীদের ভয়ে সংসদের উভয় কক্ষ স্থগিত করেছে।