হাফলং (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্ৰীর কড়া নির্দেশে গতকাল রাত থেকে অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যে ব্যাপক অভিযান চলিয়েছে পুলিশ। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সংগতি রেখে পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেলা পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি ২৪ জনকে থানায় হাজির হওয়ার নোটিশ জারি করেছে পুলিশ।
বাল্যবিবাহের বিরুদ্ধে অসম পুলিশকে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়ার পর রাজ্য জুড়ে বৃহস্পতিবার রাত থেকে অসম পুলিশ ২,০৪৪ জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। এছাড়া সমগ্র রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে ৪,০৭৮টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ও অভিযুক্তদের মধ্যে অবৈধ স্বামী ও তাদের অভিভাবক, নাবালিকা মেয়ে ও তাদের অভিভাবক, পুরোহিত এবং কাজি রয়েছেন।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার জানান, বাল্যবিবাহ এক অভিশাপ এবং আইনত অপরাধ। তাই অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিমা হাসাও পুলিশ বৃহস্পতিবার রাত থেকে অভিযানে নেমে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করার পাশাপাশি ২৪ জনকে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেছে।
পুলিশ সুপার জানান, ডিমা হাসাও জেলা সদর হাফলং থানায় ৩, মাইবাং থানায়, ৭ মাহুর থানায় ১, লাংটিং থানায় ১, উমরাংসো থানায় ৩, দিয়ুংমুখ থানায় ৩, দিহাঙ্গ্ থানায় ১ এবং হারাঙ্গাজাও থানায় ৫ সহ মোট ২৪টি মামলা রুজু হয়েছে। তিনি বলেন, বাল্যবিবাহে জড়িত পুরোহিত ও কাজি থেকে শুরু করে অবৈধ কজে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এই আইনে কোনও ১৮ বছর বা ১৪ বছরের নীচে মেয়ের সঙ্গে কোনও ছেলের বিয়ে হলে ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। যদি করে, তা-হলে ওই মেয়েকে ধর্ষণের অভিযোগে এবং পোকসো আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
এদিকে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য এবং জেলার কোনও জায়গায় যদি বাল্যবিবাহের ঘটনা সংগঠিত হয়, তা-হলে তৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়ার আবেদন জানিয়েছেন এসপি ময়ঙ্ক কুমার। তাছাড়া জেলায় যদি এ ধরনের বাল্যবিবাহের ঘটনা সংগঠিত হয় তা-হলে বাল্যবিবাহ আইনে-এর বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করবে পুলিশ, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমলজ্যোতি দাস।
অন্যদিকে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ কার্বি-আংলঙে ৫৩ এবং পশ্চিম কার্বি-আংলং জেলায় ৯ জনকে গ্রেফতার করছে। কার্বি-আংলং জেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে ১২৬টি মামলা রুজু হওয়ার পাশাপাশি পশ্চিম কার্বি-আংলং জেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে ১৬টি মামলা রুজু করা হয়েছে।