ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। সুপার লিগেও জয়ের হ্যাটট্রিক বি.কে নগর স্পোর্টস-এর। আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ সুপার লীগের খেলা আজ শেষ হয়েছে। সুপার লিগের অন্তিম ম্যাচে বি.কে নগর স্পোর্টস ৩০ রানের ব্যবধানে সংহতি সামাজিক সংস্থাকে পরাজিত করেছে। সুপার লিগে প্রথম ম্যাচে যুবসমাজ ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে নব দিগন্ত ক্লাবকে পরাজিত করার পর আজ সংহতি সামাজিক সংস্থাকে হারানোর মধ্য দিয়ে বি.কে নগর স্পোর্টস শ্রেষ্ঠত্বের নজির রেখেছে। খেলা ছিল দশমীঘাট গ্রাউন্ডে। বেলা ১১টায় ম্যাচ শুরুতে টস জিতে সংহতি সামাজিক সংস্থা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বি.কে. নগর স্পোর্টস প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েও তেমন রান সংগ্রহ করতে পারেনি। ২১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ধ্রুবজিৎ দেবনাথ সর্বাধিক ১০ রান পায়। অতিরিক্ত ২৭ রান না পেলে তাদের স্কোর অনেকটা নিম্নমানের হতো। সংহতি সামাজিক সংস্থার অধিনায়ক অভিজিৎ মোদক ও সম্রাট পাল তিনটি করে এবং রক্তিম শর্মা দুটি উইকেট পেয়েছে। সংহতি সামাজিক সংস্থা জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ১৯.৩ ওভার খেলে মাত্র ৪৯ সংগ্রহ করেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অতিরিক্ত ২২ রান তাদের স্কোরে বেশ যোগান দিলেও দুই অঙ্কের স্কোর কেউ করতে পারেনি। বি.কে নগর স্পোর্টসের অভিষেক দাস ও কৌশিক বণিক তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া, সোহেল চৌধুরী, রাজবীর সিং ও ধ্রুবজিৎ দেবনাথ পেয়েছে একটি করে উইকেট। বিজয়ী দলের অধিনায়ক অভিষেক দাস প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।