নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দ্বিতীয় চার্জশিটের উদ্ধৃতি করে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) এবং এর শীর্ষ নেতাদের আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারা জানিয়েছে, ইডি-র চার্জশিট থেকে এটা স্পষ্ট যে দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী উভয়ই আবগারি নীতির সাথে জড়িত ছিল এবং গোয়া নির্বাচনের সময় আম আদমি পার্টি সুবিধা পেয়েছিল।
বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, ইডি তদন্তের মাধ্যমে প্রমাণ করেছে যে দিল্লির আম আদমি পার্টি আবগারি নীতির আড়ালে একটি র্যাকেট চালাচ্ছে। এর পাশাপাশি এই কেলেঙ্কারিতে জড়িত মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নামও প্রকাশ করেছে ইডি। নয়াদিল্লির বিজেপি সাংসদ লেখি বলেন, আম আদমি পার্টি ইডি-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। এটা স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়াল তাদের সঙ্গে আছেন যারা দুর্নীতি বাড়ায়। তারা চায় না দেশ থেকে দুর্নীতি শেষ হোক।