BRAKING NEWS

Fraudsters are selling old cars : সরকারি জায়গা জবরদখল করে দুই প্রতারক পুরনো গাড়ি কেনাবেচা করে চলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরে বেআইনিভাবে সরকারি জায়গা জবরদখল করে দুই প্রতারক পুরনো গাড়ি কেনাবেচা করে চলেছে। সবকিছু জেনেশুনেও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আগরতলা প্যালেস কম্পাউন্ডে সংলগ্ন টাউনহলের পেছনে গাড়ির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন দুই প্রতারক ।বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে গাড়ি নিয়ে এসে নিজেদের অকশনে কিনা গাড়ি বলে কাস্টমারদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দুই প্রতারক পিন্টু দত্ত এবং সান্তনু কর।


পুরনিগমের জায়গা জবরদখল করে ব্যবসা করে ফুলে-ফেঁপে উঠছে এই দুই প্রতারক। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এ ধরনের ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসনের কর্মকর্তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন। প্রশাসন তৎপর হবে এ ধরনের বেআইনি ব্যবসা চালানো সম্ভব হত না বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে।এ ধরনের বেআইনি ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করতে দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *