BRAKING NEWS

কেন্দ্রীয় সরকার কৃষকদের পক্ষে, কিন্তু শিল্পবান্ধবও : মনসুখ মান্ডব্য

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় সরকার কৃষকদের পক্ষে, আবার শিল্পবান্ধবও। জানালেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডব্য। বুধবার ইনভেস্ট ইন্ডিয়ার বিনিয়োগ সম্মেলনে মনসুখ মান্ডব্য বলেছেন, “আমরা দেখতে চাই শিল্প এগিয়ে যাক এবং টিকে থাকুক। সরবরাহের সময় কখনও ঠকায় না ভারতীয় কোম্পানিগুলি। মান বজায় রাখাই আমাদের চরিত্র।”

বিনিয়োগ সম্মেলনে কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডব্য আরও বলেছেন, “বর্তমানে জেনেরিক মেডিসিনের বৃহত্তম প্রস্তুতকারক এবং সরবরাহকারী হল ভারত। বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী আমরা।” করোনা-পরিস্থিতির কথা উল্লেখ করেন মান্ডব্য বলেছেন, “যখন করোনার প্রথম ঢেউ আছড়ে পড়েছিল, তখন ওষুধ (করোনা) ছিল না বিশ্বের কাছে। আমরা শুধুমাত্র নিজেদের পরিস্থিতি নিয়ন্ত্রণেই আনিনি, নিজস্ব ওষুধের প্রয়োজনীয়তাও পূরণ করেছি। ১৫০টিরও বেশি দেশে ওষুধ সরবরাহ করেছি। এটাই আমাদের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *